ভবিষ্যৎ পরিকল্পনাঃ
সাম্প্রতিক অর্জন (আমাদের অর্জন সমূহ):
প্রাণিস্পদ অধিদপ্তর দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে গবাদিপশুর,হাসঁমুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ সংক্ষরণ,রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে। প্রাণিসম্পদে সমৃদ্ধ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বেশীরভাগ মানুষ জীবন জীবিকা নির্বাহ করে গবাদিপশু ও হাসঁ মুরগী পালন করে। এ উপজেলায় রয়েছে ৪২৭৪৫ টি গরু,৮৬৯টি মহিষ, ৪১৫৫৬টি ছাগল,১২২৬টি ভেড়া ছাড়াও প্রচুর হাঁস-মুরগী।দুগ্ধ খামার রয়েছে১৪৭টি,গরু হৃষ্টপুষ্ট খামার রয়েছে৩১৫টি,ছাগলের খামার রয়েছে২৪০টি,ভেড়ার খামার রয়েছে ২০টি, ব্রয়লার খামার রয়েছে২৫০টি,লেয়ার খামার ২১৬টি,সোনালী খামার রয়েছে৮৫টি, হাঁসের খামার রয়েছে২০টি। প্রাণিজ আমিষের প্রধান উৎস মাংস,দুধ ও ডিমের উৎপাদন বিগত তিন বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে দুধ,ডিম ও মাংসের স্বয়ংসম্পূর্ণ হয়েছে এই উপজেলা বর্তমানে মাংস,দুধ ও ডিমের জন প্রতি প্রাপ্যতা বেড়ে যথাত্রুমে১২০গ্রাম/দিন,২৫০মিলি/দিন ও ১০৪টি/বছর এ উন্নীত হয়েছে যা দেশের ত্রুমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠ পর্যায়ে গবাদিপশু ও হাঁস মুরগীর চিকিৎসা সেবা গ্রহণ সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেঠেরিনারি হাসপাতাল এর বিভিন্ন প্রকল্প/কর্মসূচীর মাধ্যমে খামিারী প্রশিক্ষণ,ঘাস চাষ সম্প্রসারণসহ লাগসই প্রযুক্তি হস্তান্তর কার্যত্রুম বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের ভিশন-২১ এবং৪১ অর্জনে সচেষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,আটঘরিয়া,পাবনা। ভেটেরিনারি হাসপাতাল বিগত তিন বছরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,আটঘরিয়া,পাবনা এর অর্জনসমূহ নিম্নরুপঃ-
উৎপাদিত পন্য |
২০১৯-২০ অর্থ্বছর |
২০২০-২১ অর্থ্বছর |
২০২১-২২ অর্থ্বছর |
মাংস(লক্ষ্য মেট্রিক টন) |
০.২৬৫ |
০.২৭৫ |
০.২৮০ |
দুধ(লক্ষ্য মেট্রিক টন) |
০.৩৬৮ |
০.৩৭০ |
০.৩৮০ |
ডিম (কোটি) |
৫.৭২ |
৫.৯০ |
৬.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস